ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুর-খুলনা সিটির জন্য আ’লীগের মনোনয়ন কিনলেন ১৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
গাজীপুর-খুলনা সিটির জন্য আ’লীগের মনোনয়ন কিনলেন ১৭ জন

ঢাকা: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৭ জন। এর মধ্যে গাজীপুরের জন্য ১০ জন এবং খুলনার জন্য ৭ জন।

বৃহস্পতি, শুক্র ও শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। রোববার (৮ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।  

শনিবার (৭ এপ্রিল) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে মোহাম্মদ শামসুল বারী এবং খুলনা সিটি করপোরেশনের জন্য মোহাম্মদ সাইফুল ইসলাম, শহিদুল হক মন্টু, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী, মোহাম্মদ আশরাফুল ইসলাম মনোনয়ন কিনেছেন।  

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ তথ্য জানান।  

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মতিউর রহমান, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমউদ্দিন, আব্দুর রউফ নয়ন, ওয়াজউদ্দিন মিয়া।  

এর আগের দিন বৃহস্পতিবার ফরম সংগ্রহ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

খুলনা সিটি করপোরেশনের জন্য ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন ও মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিছুর রহমান পপলু।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।