ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনির্দিষ্টকালের জন্য কোটা ব্যবস্থা চলতে পারে না: ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
অনির্দিষ্টকালের জন্য কোটা ব্যবস্থা চলতে পারে না: ন্যাপ

ঢাকা: কোটা ব্যবস্থা চাকরিতে মেধাবীদের নিয়োগের ক্ষেত্রে বড় বাঁধা উল্লেখ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই কোটা ব্যবস্থা তুলে দেওয়া উচিত। কোনো দেশে অনির্দিষ্টকালের জন্য কোটা ব্যবস্থা চলতে পারে না।

মঙ্গলবার (১০ এপ্রিল) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশের (ন্যাপ) সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা বলেন, নিয়োগী বিধি অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগে কোটা বরাদ্দ রয়েছে ৫৬ শতাংশ।

মেধার তুলনায় বেশির ভাগ পদ কোটায় বরাদ্দ থাকলেও পদ শূণ্য থেকে যাচ্ছে। যেখানে মেধাবীরা সুযোগ পাচ্ছে না। এতে দেশের প্রকৃত মেধাবীরা চাকরির বাইরে থেকে যাচ্ছে।

প্রকৃত মেধাবীরা চাকরি পাচ্ছেন না। কোটা সংস্কারের দাবিতে দেশের লাখ লাখ চাকরিপ্রার্থীর চলমান আন্দোলনকে দেশবাসী সমর্থন করেছে। সরকারের উচিত তাদের যৌক্তিক দাবি বিবেচনা করে কোটা প্রথা সংস্কার করা।

মোস্তফা বলেন, কোটা ব্যবস্থা একদম থাকবে না, এমনটা নয়। শারীরিক প্রতিবন্ধী, উপজাতি, নারী ও মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ১০ শতাংশ কোটা রাখা যেতে পারে। কোটার জন্য যোগ্য ও মেধাবীরা কোনোভাবেই যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেধাবী ও যোগ্যরা বঞ্চিত হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

এসময় আন্দোলনকারীদের নিয়ে সংসদে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মতিয়া চৌধুরীর বক্তব্যে প্রমাণিত হয় তিনি এখন আর পরিপূর্ণ সুস্থ মানুষ নন। তিনি মানসিক বিকারগ্রস্ত। সুতরাং তাকে মন্ত্রীসভায় রাখার কোনো অর্থ নেই। ’

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- দলের ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব খাজা, মো. শহীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবদুস সাত্তার, এখলাছ হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।