মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফাজ উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুল ইসলাম বৃহস্পতিবার (৫ এপ্রিল) পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
গত বুধবার (৪ এপ্রিল) রাতে গোপন বৈঠক চলাকালীন নিজ বাড়ি থেকে সাদিয়া আফরোজ নিনা (২৪) নামে জেএমবির আন্তর্জাতিক নারী নেটওয়ার্কের ওই সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সাদিয়া আফরোজ নিনা হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে নুরল হকের মেয়ে। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) সিদ্দিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত সাদিয়া আফরোজ নিনার জেএমবির আন্তর্জাতিক নেটওয়ার্কের নেতা মোহাম্মদ আনাস, মেহেদি হাসান, এআরএম ওরফে সোহেল রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। গ্রেফতারের সময় ওই জেএমবি সদস্যের কাছ থেকে তার মোবাইল ফোনে “টেলিগ্রাম, আরবোড, আরফক্স” নামক নিষিদ্ধ কিছু এ্যাপস পাওয়া যায়। ওই এ্যাপসগুলোতে বিভিন্ন যুদ্ধের মুসলিম যোদ্ধাদের জখমি ছবি, জঙ্গি নেতাদের ছবি এবং জঙ্গি অস্ত্র প্রশিক্ষণের একাধিক ভিডিও পাওয়া যায়।
এছাড়া তার কাছ থেকে ইবনে আজব হামবুনি সালামদের ইনমি শ্রেষ্ঠত অনুবাদ সংক্রান্ত আব্দুল্লাহ আল মাসুদের লেখা একটি জেহাদি বই পাওয়া যায়।
আরো অধিক তথ্য সংগ্রহে নিনার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরএ