ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নন পলিটিক্যাল মাদকবিরোধী অভিযান চাই, ক্রসফায়ার নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
নন পলিটিক্যাল মাদকবিরোধী অভিযান চাই, ক্রসফায়ার নয় নিজের বাসায় সাংবাদকিদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি বাংলানিউজ

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মাদকবিরোধী অভিযান চায়, তবে সেটা নন পলিটিক্যাল হতে হবে। ক্রসফায়ার নয় বরং অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে। 

এরই মধ্যে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বুধবার (২৩ মে) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সরকার গোলকধাঁধার মধ্যে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গাজীপুরের পুলিশ সুপার আওয়ামী লীগের লোক বলে চিহ্নিত। তাকে রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।  

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। সরকার তাকে জামিন দিতেও গড়িমসি করছে।  

এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে চলেছে।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।