ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রানীনগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
রানীনগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

নওগাঁ: নওগাঁর রানীনগরে প্রতিপক্ষের হামলায় আজিম উদ্দিন (৩২) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। 

রোববার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আজিম উদ্দিন রানীনগর উপজেলার করজগ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় কালীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, খানপুকুর এলাকার বিবদমান একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে যুবলীগ সভাপতি আজিম উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ একটি দলের বিরোধ চলছিলো। এর জের ধরে দুপুরে খানপুকুর বাজারে সায়েম উদ্দিন নামে এক যুবকের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আজিম উদ্দিনের ওপর হামলা চালায়। এতে আজিমসহ ১১ জন আহত হয়।  

আহত অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে যুবলীগ সভাপতি আজিম উদ্দিনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর রানীনগর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রানীনগর থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।