ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫০ দল নিয়ে জাতীয় মহাজোটের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
৫০ দল নিয়ে জাতীয় মহাজোটের আত্মপ্রকাশ

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে সাতটি জোটের প্রায় ৫০টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘জাতীয় মহাজোট’র আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এ রাজনৈতিক জোটে রয়েছে- সম্মিলিত জনতা জোট, মওলানা ভাসানী ঐক্যজোট, বাংলাদেশ ঐক্যফ্রন্ট, বাংলাদেশ ডান মোর্চা গণতান্ত্রিক জোট, সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশে গণতান্ত্রিক ঐক্যজোট।

শনিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট আত্মপ্রকাশ করে।  

জাতীয় মহাজোটের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জি এম কেরামত আলী এবং মহাসচিব এম আখতারুজ্জামান।

এছাড়া মুখপাত্র হিসেবে রয়েছেন গ্রামীণ পার্টির চেয়ারম্যান অ্যাড. মো. আফাজুল হক এবং সমন্বয়ক মওলানা ভাসানী ঐক্যজোটের মহাসচিব মো. গোলাম মোস্তফা সরকার।

সংবাদ সম্মেলনে জাতীয় মহাজোটের নেতারা বলেন, গণতন্ত্রের মুক্তি, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, কৃষক-শ্রমিক-মেহনতি জনতার সার্বিক কল্যাণ, আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা, শিল্প-কারখানা উৎপাদনমুখীকরণ, ব্যাপক কর্মসংস্থান সম্পদের সুষম বণ্টন, দেশীয় সংস্কৃতি সংরক্ষণ, ধর্মীয় স্বাধীনতাসহ প্রভৃতি বিষয়ে আমূল পরিবর্তনের জন্য এই জাতীয় মহাজোটের আবির্ভাব হয়েছে।

আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে জোটটি অংশগ্রহণ করবে বলেও জানান তারা। একইসঙ্গে তারা এ মহাজোটের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে স্বাগতও জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এমএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।