ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির মনোনয়নের চিঠি বিতরণ বিকেল ৪টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
বিএনপির মনোনয়নের চিঠি বিতরণ বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়/ছবি: বাদল

ঢাকা: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের চিঠি বিতরণ শুরু হবে সোমবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।

নোটিশে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দেওয়া শুরু হবে।

 

এদিন ৪টায় দেওয়া হবে বরিশাল বিভাগের চিঠি, সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগ এবং রাত ৮টায় দেওয়া হবে রাজশাহী বিভাগের চিঠি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বাংলাউনিউজকে বলেন, ঘোষিত বিভাগগুলোর মনোনয়ন বিতরণ শেষ করে যদি সময় থাকে তাহলে রাতে অথবা মঙ্গলবার সকালে বাকি বিভাগগুলোর চিঠি দেওয়া হবে।

এরইমধ্যে নেতাকর্মীরা কার্যালয় ঘিরে ভিড় জমাতে শুরু করেছেন। নিজ নিজ নেতার পক্ষে মনোনয়নপ্রত্যাশায় জড়ো হচ্ছেন সবাই।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ইএসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।