ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩৫ আসন পেলেই ধানের শীষে ছদ্মবেশী জামায়াত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
৩৫ আসন পেলেই ধানের শীষে ছদ্মবেশী জামায়াত জামায়াতের লোগো

ঢাকা: নিবন্ধন বাতিল হওয়ায় দাঁড়িপাল্লা প্রতীকে এবার নির্বাচন করতে পারছে না জামায়াত। এ অবস্থায় স্বতন্ত্র হিসেবে এককভাবে ৬১ আসনে নির্বাচন করার ইচ্ছা ছিল দলটির। কিন্তু শেষ পর্যন্ত ২০ দল ও ঐক্যফ্রন্টের সঙ্গেই নির্বাচন করছে তারা। সেক্ষেত্রে তাদের মার্কাও হবে ধানের শীষ। এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, জানা যাবে মঙ্গলবার।

জামায়াতের দু’জন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। তবে ওই নেতারা কেউ নাম প্রকাশে ইচ্ছুক নন।



সূত্র জানায়, জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা কীভাবে নির্বাচনে অংশ নেবেন সেটি ছিল সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কখনও স্বতন্ত্র আবার কখনও ধানের শীষ নিয়ে নির্বাচন করার বিষয়ে আলোচনা চলছিল দলের ভেতরে ও বাইরে। বিএনপির জোটে জামায়াত থাকবে কি থাকবে না এ নিয়েও চলছিল চুলচেরা বিশ্লেষণ। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্য দলগুলো। সেভাবেই এগিয়ে যাচ্ছে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রস্তুতি।

মনোনয়নপত্র জমা দেওয়ার আর মাত্র দু’দিন বাকি থাকলেও ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট এখনও তাদের প্রার্থী তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করেনি। বিভিন্নভাবে মিডিয়ায় খবর আসছে কে কোথা থেকে নির্বাচন করছেন। দলের কেউ কেউ প্রার্থীদের নাম বললেও মিডিয়ায় নাম প্রকাশে কেউ রাজি হচ্ছেন না। তবে সোমবার বিকেলে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের দলীয় চিঠি দেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজন চিঠি পেয়েছন বলেও জানা যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সোমবার সকালে বাংলানিউজকে বলেন, আরতো সময় নেই। দলীয় প্রার্থীদের সোমবারই চিঠি দেওয়া হবে। জোটের বিষয়টাও রোববার রাতে প্রায়ই শেষ হয়েছে। সোমবারের মধ্যে সব হয়ে যাবে। মঙ্গলবার অথবা বুধবার সব জানতে পারবেন।   

এদিকে বিএনপি ছাড়া জাতীয় ঐক্য ফ্রন্টের অন্য শরিক দলগুলোর জামায়াতবিরোধী অবস্থান  থাকলেও জামায়াতকে মনোনয়ন দেওয়া নিয়ে তাদের আপাতত কোনো মাথাব্যথা নেই। কেউ এমন কোনো বক্তব্যও এখন আর দিচ্ছেন না।

জানা যায়, বিএনপির মধ্যে জামায়াতকে নিয়ে দুই ধরনের মতামত আছে। একটি অংশ মনে করছে যে ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করলে কোনো ক্ষতি নেই। আরেকটি অংশ মনে করে, ধানের শীষ নিয়ে জামায়াতের প্রার্থীদের নির্বাচননা করাই ভালো। এরই মধ্যে দুই দল মোটামুটি সিদ্ধান্তে পৌঁছেছে ধানের শীষে নির্বাচন করার বিষয়ে।

জানতে চাইলে জামায়াতের প্রভাবশালী নেতা দলের নায়েবে আমির খুলনা-৫ আসনের সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সোমবার দুপুরে বাংলানিউজকে বলেন, কিছু আসনের ব্যাপারে ফয়সালা হয়েছে। কয়েকটা বাকি রয়েছে। মঙ্গলবারের মধ্যে সেটাও হয়ে যাবে বলে আশা করছি।

ধানের শীষ নাকি স্বতন্ত্র এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একই সঙ্গে দুটো বিষয় আনুষ্ঠানিকভাবে জানাবো। সেটা হতে পারে মঙ্গলবার অথবা বুধবার।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বাংলানিউজকে বলেন, ঢাকা-১৫ আসনটি নিয়ে জটিলতা ছিল। সেটা ফয়সালা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে আসনটি ছেড়ে দিতে রাজি হয়েছে বিএনপি। এছাড়া নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে ধানের শীষে নির্বাচন করছেন এটা নিশ্চিত হয়েছে। তবে এখনও চাঁপাইনবাবগঞ্জে দলের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুলের আসনটি নিয়ে এখনও দরকষাকষি চলছে।

জামায়াতকে যেসব আসন ছাড়া হতে পারে সেগুলো হলো- ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা আবু হানিফ, দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-৩ অধ্যক্ষ আজিজুল ইসলাম, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-৪ ডা. আবদুর রহীম সরকার, সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান, পাবনা-১ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-৫ ইকবাল হোসাইন, যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আবদুল আলীম, খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার; খুলনা-৬ আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ এএইচ হামিদুর রহমান আজাদ, নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, চাপাইনবাগঞ্জ-৩ নুরুল ইসলাম বুলবুল, গাইবান্ধা-২ আব্দুল করিম, গাইবান্দা-৩ নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা-২ রুহুল আমীন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।