ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থীরা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থীরা  মহাজোটের প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন ওবায়দুল কাদের। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থীদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। 

শুক্রবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

মহাজোটের শরিকদের মধ্যে চিঠি পেয়েছেন- রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩) ও শেখ টিপু সুলতান (বরিশাল-৩)।

জাসদের (ইনু) হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), শিরীন আখতার (ফেনী-১), এ কে এম রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)

বাংলাদেশ জাসদের (আম্বিয়া) মইনউদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী (চট্টগ্রাম-২) ও আনোয়ার হোসেন খান (লক্ষ্মীপুর-১), জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২) ও রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), যুক্তফ্রন্টের (বিকল্প ধারা) মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১), মেজর (অব.) আব্দুল মান্নান (লক্ষ্মীপুর-৪) এবং এম এম শাহীনকেও (মৌলভীবাজার-২) চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসকে/এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।