ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
ঝিনাইদহে জেএমবি সদস্য আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে জিহাদি বই, তিনটি কম্পিউটার, একটি হার্ডডিক্স ও একটি মোবাইলসহ মিলন হোসেন (২৭) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

 মিলন হোসেন ওই উপজেলার বেতাই চন্ডিপুর গ্রামের করিম মণ্ডল ওরফে কোহির ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মিলন হোসেন দীর্ঘদিন ধরে জেএমবি’র সঙ্গে সম্পৃক্ত। এমন খবরের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে দুইটি জিহাদি বই, তিনটি কম্পিউটার, একটি হার্ডডিক্স ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার কম্পিউটার থেকে জেএমবি’র বেশ কিছু গুরুত্বপূর্ণ অডিও, ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।