ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামপুরা থেকে পেট্রোল বোমাসহ বিএনপি নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
রামপুরা থেকে পেট্রোল বোমাসহ বিএনপি নেতা আটক পেট্রোল বোমাসহ আটক বিএনপি নেতা মির্জা হাসান ইমাম ওরফে বুলু

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংঠনিক সম্পাদক মির্জা হাসান ইমাম ওরফে বুলুকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৭টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

তিনি জানান, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে একটি চক্র নাশকতার পরিকল্পনা করছিল।

রামপুরা ওয়ার্ড বিএনপি নেতা মির্জা হাসান ইমামের বাসায় এ বিষয়ে বৈঠকও করতো চক্রটি।  গোপন তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৭টি পেট্রোল বোমাসহ মির্জা হাসান ইমামকে আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।