ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শান্তিপূর্ণ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, ডিসেম্বর ৯, ২০১৮
শান্তিপূর্ণ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি : গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (০৮ ডিসেম্বর) রাতে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পাকহানাদারমুক্ত দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাসন্তানদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

এসময় শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা পচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে দেশের চাকা পেছনের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল।

ওই অপশক্তি এখনো তৎপর হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধাসহ সচেতন মহলকে সজাগ থাকতে হবে।

এসময় তিনি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে বলেন।

মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা প্রমুখ।


বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৮

এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।