ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় নির্বাচনী প্রচারণায় নতুন প্রার্থীরা এগিয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
খুলনায় নির্বাচনী প্রচারণায় নতুন প্রার্থীরা এগিয়ে ভোটের মাঠে প্রার্থীরা-ছবি-বাংলানিউজ

খুলনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন প্রার্থীরা মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন। এবার খুলনায় প্রবীণদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির একঝাঁক নবীন প্রার্থী মাঠে স্বক্রিয়ভাবে কাজ করছেন। আর ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচনে নানা হিসাব কষছেন।

জানা যায়, খুলনার ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের একেবারেই নতুন দুই প্রার্থী ভোটের মাঠে লড়বেন। এরা হলেন খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আকতারুজ্জামান বাবু।

শেখ সালাহউদ্দিন জুয়েলের কোনো দলীয় পদ নেই। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই।  

অপরদিকে আ’লীগের আরেক নতুন মুখ আকতারুজ্জামান বাবু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিএনপির নবীন প্রার্থীরা হলেন- খুলনা-৩ আসনে ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা ও বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল। যদিও আজিজুল বারী হেলাল ঢাকা-১৮ আসনে এর আগে নির্বাচন করলেও নিজ জন্মস্থানে এটাই প্রথম নির্বাচনে অংশ নেওয়া।

নিজেকে সবার সামনে তুলে ধরতে প্রার্থীদের প্রাণান্তকর চেষ্টা ভোটারদের মাঝেও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দিয়েছে। তবে প্রবীণ প্রার্থীদের তুলনায় নবীন প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাচ্ছেন সবার দোয়া। বিভিন্ন আলোচনা সভা, মতবিনিময় সভা ও উঠান বৈঠকে করছেন অংশগ্রহণ।

নবীন এসব প্রার্থীদের প্রচার-প্রচরণায়ও তারুণ্যের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। ছোটখাটো কর্মসূচিতেও তরুণদের ঢল নামছে। নতুন ভোটার ও তরুণ সমাজকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন নবীন এসব প্রার্থী। নবীন এসব প্রার্থীদের হয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট দিচ্ছেন অনেকেই।

শেখ সালাহউদ্দিন জুয়েলের অনুসারী সোহাগ শনিবার (০৮ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে বলেন, এলাকার উন্নয়ন ও আধুনিকায়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সরকারের উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এর ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছেন ভোট। বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হওয়ায় মানুষ শেখ জুয়েলের পিছু ছুটছেন।

আকতারুজ্জামান বাবুর নির্বাচনী প্রচারণা সহকারী তসলিম হুসাইন তাজ বাংলানিউজকে বলেন, ভোটারদের দ্বারে দ্বারে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটে যাচ্ছেন বাবু ভাই। দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এতে নতুন সমাজ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। আর প্রবীন ভোটাররা করছেন দোয়া।

রকিবুল ইসলাম বকুলের অনুসারী জিএম রাসেল বাংলানিউজকে বলেন, বকুল ভাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। নির্বাচন সামনে রেখে নানামুখী কার্যক্রম চলছে তার। বকুল ভাই সাংগঠনিক কাজে তিনি ঢাকায় থাকলেও তার অনুসারীরা ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আজিজুল বারী হেলালের সমর্থক রফিকুল ইসলাম বাবু বাংলানিউজকে বলেন, হেলাল ভাই ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। যে কারণে তরুণ সমাজ তার প্রতি আকৃষ্ট বেশি। খেলার মাঠে ও মহল্লায় মহল্লায় নির্বাচনী প্রচারণা চলছে তিনি। দম ফেলার ফুসরত নেই তার। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। পাচ্ছেন ব্যাপক সাড়াও।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।