ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হামলার পর নেতাকর্মীদের নিয়ে বসে আছেন মির্জা ফখরুল। ছবি-শরিফুল ইসলাম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের পথসভার গাড়িবহরে হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়ি।                     <div class=

ছবি-শরিফুল ইসলাম" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Untitled-220181211135839.jpg" style="width:100%" />

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দানারহাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে একদল যুবক লাঠিসোটা নিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালান। এসময় তারা ছয়টি গাড়ির গ্লাস ভাংচুর করেন। হামলায় মির্জা ফখরুলের সঙ্গে থাকা কমপক্ষে ১০ জন আহত হন।  

তিনি হামলাকারীদের নাম বলতে পারেননি। তবে হামলাকারীরা আওয়ামী লীগের লোকজন বলে দাবি করেছেন তৈমুর।  

হামলায় মির্জা ফখরুলের গাড়ির গ্লাস ফেটে গেছে।  ছবি-শরিফুল ইসলাম

এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।