ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

ঝিনাইদহ: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার কদমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- ওই উপজেলার লক্ষণদিয়া গ্রামের মৃত নাদের বিশ্বাসের ছেলে মতিউর রহমান, মৃত কাদের বিশ্বাসের ছেলে শফিউর রহমান ও মৃত ফরিদ বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাসসহ চারজন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বাংলানিউজকে জানান, ইউপি চেয়ারম্যান সাব্দার মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুলের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে সকালে বাবুল ও সাব্দারের কর্মী সামর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।