ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি একটি নিষ্ঠুর দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
বিএনপি একটি নিষ্ঠুর দল সংবাদ সম্মেলন করছেন তোফায়েল আহমেদ। ছবি-বাংলানিউজ

ভোলা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি নিষ্ঠুর দল। ২০০১ সালে বিএনপি সারাদেশে সীমাহীন অত্যাচার করেছে। 

তিনি বলেন, মানুষ তাদের সেই নির্যাতন আর ধর্ষণের কথা ভোলেনি, ব্যালটের মাধ্যমে জবাব দেবে বাংলার মানুষ। বিএনপি আবার ক্ষমতার স্বাদ পেলে এক লাখ মানুষ হত্যা করবে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ভোলা শহরের গাজীপুর রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশ বিশ্বে মর্যাদাশালী দেশ ও উন্নয়নের রোল মডেল।  আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করেনি। বিএনপি কোনো উন্নয়ন করেনি। আমরা দারিদ্রের সীমা কমিয়েছি। যারা দেশকে পিছিয়ে নিতে চেয়েছিল তাদের নয়,  দেশের মানুষ নৌকাকেই ভোট দেবে।
  
এ সময় তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাফিজের ব্যাপারে বলেন, বিএনপির আমলে ভোলা-১ আসনে কোনো উন্নয়ন হয়নি, একটা কাজও দেখাতে পারবে না।  এতো নির্যাতন করেছে যে ভোটারদের কাছে গিয়ে তারা কোনো জবাব দিতে পারবে না। তারা ১০ বছরে এলাকায় আসেনি, কারো খোঁজ নেয়নি।  

দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে জনগণ নৌকাকে ভোট দিয়ে আবারো বিজয়ী করবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ভোলায় আরো ১২শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র হবে, এখানে হবে শিল্প কারখানা। দক্ষিণাঞ্চলের উন্নয়ন হবে এবং সিঙ্গাপুরের আদলে হবে ভোলা।  

সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং যুগ্ম সম্পাদক এনামুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।