ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের ৩৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বিএনপি-জামায়াতের ৩৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ৮নং এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে গুলি করে হত্যার ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৬১ জন নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এওজবালিয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. শাহজাহানকে প্রধান আসামি করে ৩৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বুধবার রাতে এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি নেন। পরে বৃহস্পতিবার সকালে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় ছয়জনকে গ্রেফতার হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।