ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট দিয়ে উন্নয়ন গতিশীল করার আহ্বান আনিসুল হকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন গতিশীল করার আহ্বান আনিসুল হকের আখউড়ায় গণসংযোগকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন গতিশীল করার আহ্বান জানিয়েছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে দিনরাত খেটে তলাবিহীন ঝুড়ির অপবাদ মুছে দিয়েছেন। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন গতিশীল করুন।  

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নে গণসংযোগকালে নুরপুর গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের রাজনীতির প্রতীক। আর নৌকা হচ্ছে উন্নয়ন ও ভাল রাজনীতির প্রতীক। জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা।  

আনিসুল হকের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া, মো. হুমায়ুন কবির মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার, দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জালাল হোসেন, মোগড়া ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনসহ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে সকালে পৌরসভার নারায়ণপুর বাইপাস এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আনিসুল হক। নুরপুর এলাকায় দু’টি পথসভায় তিনি বক্তব্য রাখেন।  

এরপর তিনি হিরাপুর, গাজির বাজার, আনন্দপুর, কেন্দুয়াই, আব্দুল্লাহপুর, সাতপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।