ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
কক্সবাজারে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। 

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সে ধানমন্ডির সুধা ভবন থেকে যুক্ত হয়ে এ আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।  

তিনি বলেন, আজ আমি আপনাদের সামনে হাজির হওয়ার লক্ষ্য একটাই আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন।

সেই নির্বাচনে আমি নৌকা মার্কায় আপনাদের ভোট চাই। কারণ নৌকা এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা বাংলাদেশের উন্নয়ন দিয়েছে, নৌকা অগ্রগতি দিয়েছে, নৌকা-ই বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আমাদের ভোট দিয়ে আবার আপনাদের সেবা করার সুযোগ দিন।
 
কক্সবাজারে উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অাজ বিশাল কর্মযজ্ঞ চলছে এই কক্সবাজারকে ঘিরে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল বসেছে, বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ আমরা করে দিয়েছি, সাবরাং এ ট্যুরিজমসহ কক্সবাজারের ব্যাপক উন্নয়ন কমর্সূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে।  আমরা নানা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।  

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা চাই না এদেশে খুনির দল ক্ষমতায় আসুক, চাই না যারা অস্ত্র চোরাকারবারী করে, মানি লন্ডারিং করে, এতিমদের অর্থ আত্মসাৎ করে এবং যারা মানুষকে পুড়য়ে হত্যা করে তারা ক্ষমতায় আসুক।  

‘আমরা দেশের ধ্বংস চাই না, উন্নয়ন চাই। অশান্তি চাই না, আমরা শান্তি চাই, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসবের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমরা সে লক্ষ্যেই দেশকে এগিয়ে নিচ্ছি। ’

এ সময় প্রধানমন্ত্রী চারটি সংসদীয় আসনে নৌকার প্রার্থী কক্সবাজার-১ আসনের মো. জাফর আলম, কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ অসনের শাহীন আকতারকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।  

জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ছাড়াও নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, মো. জাফর আলম ও শাহীন আকতার বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।