ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড. কামাল ও খন্দকার মোশতাকের মধ্যে ‘পার্থক্য’ পাই না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ড. কামাল ও খন্দকার মোশতাকের মধ্যে ‘পার্থক্য’ পাই না বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি-বাংলানিউজ

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন এখন বেশি উত্তেজিত হন, খামোশও বলেন, খামোশ উচ্চারণ করতেও দ্বিধা করেন না। অবাক লাগে, ড. কামাল ও খন্দকার মোশতাকের মধ্যে আদর্শগত কোনো পার্থক্য খুঁজে পাই না।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মন্ত্রী নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন।

ড. কামালের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে কী করে আপনি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলালেন? কী করে আপনি বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মেলালেন? কী করে আপনি ২১ আগস্টের খুনি, যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি, হাওয়া ভবনের ফিউজিটিভ ‘যুবরাজ’ তারেক রহমানের নেতৃত্ব মেনে নিলেন? কোথায় আপনার নীতি, কোথায় আপনার নৈতিকতা?

সোন্দলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলু মিয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।