ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আত্রাইয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, ডিসেম্বর ২১, ২০১৮
আত্রাইয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার  জব্দ হওয়া ককটেল

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার বেইলী ব্রিজ এলাকা এবং সদুপুর এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল সড়ে ১০টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেইলী ব্রিজের নিজে একটি ব্যাগ থেকে দু’টি এবং সদুপুর এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

এরমধ্যে একটি ককটেল বিস্ফোরিত আর বাকি চারটি ককটেল অবিস্ফোরিত।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নির্বাচন সামনে রেখে দুর্বৃত্তরা এসব ককটেল ব্যবহার করতো।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।