ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছায় আ’লীগের মিছিলে পেট্রোল বোমা হামলার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
মুক্তাগাছায় আ’লীগের মিছিলে পেট্রোল বোমা হামলার অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগের একটি মিছিলে পেট্রোল বোমা হামলা  চালানোর অভিযাগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পৌরসভা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে আওয়ামী লীগ।

দলটির দাবি, স্থানীয় আওয়ামী লীগের একটি মিছিল ত্রিমোহনী নতুন বাজার এলাকার দিকে যাওয়ার সময় বাস টার্মিনাল এলাকায় পেছন দিক থেকে বিএনপির নেতাকর্মীরা পেট্রোল বোমা হামলা করে।

এতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হলে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া এসময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার দু’টি খোসা উদ্ধার করে। রাত সাড়ে ১০টার দিকে সত্রাশিয়া এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মোল্লা বাংলানিউজকে জানান,  হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ময়মনসিংহ-মুক্তাগাছা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮ 
এমএএএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।