ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

রায়পুরে প্রার্থী নিয়ে আ’লীগের সভায় হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, ডিসেম্বর ২৩, ২০১৮
রায়পুরে প্রার্থী নিয়ে আ’লীগের সভায় হাতাহাতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে এক মন্তব্যের জেরে আওয়ামী লীগের সভায় দলীয় নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় সভাস্থলে হট্টগোল তৈরি হয়, দেখা দেয় উত্তেজনাও।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে রায়পুরে শহরের তাজমহল সিনেমা হলের সামনে আয়োজিত জরুরি সভায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান (লাঙ্গল) ১৯ ডিসেম্বর নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

একদিন পর ২১ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপলুর (আপেল) পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের চিঠি দেন মহাজোটের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক ড. সেলিম মাহমুদ।

কেন্দ্রীয় নির্দেশনায় রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ শনিবার (২২ ডিসেম্বর) জরুরি সভার আয়োজন করে। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সভায় গোলাম ফারুক পিংকু তার বক্তব্যের একপর্যায়ে মহাজোট প্রার্থীর (নোমান) টাকার বিনিময়ে সরে যাওয়ার কথা উল্লেখ করেন। এমন বক্তব্যের জের ধরে হট্টগোল বেঁধে যায়। শুরু হয়ে যায় হাতাহাতি। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বাংলানিউজকে বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তা তখনই নিরসন হয়ে গেছে। সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।