ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত-১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত-১০

চাঁদপুর: চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও আওয়ামী লীগ প্রার্থী দীপু মনির বাসার মাঝামাঝি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির নির্বাচনী চিফ এজেন্ট ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমউল্যাহ সেলিমকে পুলিশ আটক করে।

এরপর দুপুরে বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, বিজিবি ও পুলিশের একটি বিশেষ দল বিএনপি নেতা সলিমউল্যাহ সেলিমকে আটক করে। এ সময় মারবেল ও গুলাইলসহ একটি গাড়ি জব্দ করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, বিএনপির ওই নেতার নামে পূর্বে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।