ড. কামালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘উনি স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের এদেশের প্রতিষ্ঠিত করে দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে নেমেছেন। ’
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
শেখ সেলিম আরো বলেন, ‘যারা আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে, যুদ্ধাপরাধী রাজাকার, জামায়াত নেতাদের মন্ত্রী বানিয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ড. কামাল তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। উল্টো সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তাদের ধমক দেন। ’
তিনি বলেন, ‘দেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তারা নৌকায় ভোট দেবেন। আগামীতে এদেশে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কোনো শক্তি থাকবে না। ’
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্ম-সংস্থান সম্পাদক বাবুল আকতার বাবলা, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্ছু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, করপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সিকদার শাহ সুফিয়ান।
বাংলাদেশ সময়: ২০২৭, ডিসেম্বর ২৫, ২০১৮
আরএ