ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠকের ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক শুরু হয়।  

স্টিয়ারিং কমিটির বৈঠকে উপস্থিত রয়েছেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।