ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেলেন এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বিরোধীদলীয় নেতার স্বীকৃতি পেলেন এরশাদ হুসেইন মুহাম্মদ এরশাদ (ফাইল ছবি)

ঢাকা: একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার মর্যাদায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এরশাদকে এ স্বীকৃতি দেন।

এর আগে গত ৯ জানুয়ারি এরশাদকে বিরোধীদলীয় নেতা এবং তার ছোট ভাই জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতার মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর একদিন পর বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী- বিধি’র ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা ও “বিরোধীদলীয় উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯” মোতাবেক ১৮ লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ-সংদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।