ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারাদেশই এখন হাসপাতাল: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
সারাদেশই এখন হাসপাতাল: ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ প্রতিটি জেলায় নির্যাতন, নৈরাজ্য সৃষ্টি করেছে। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যশোরের যুবদল কর্মী ফয়সালকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যশোর যুবদল কর্মী ফয়সালকে ছুরিকাঘাত করা হয়েছে।

তার শরীরে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং- কৌশল করেছিলো তা জাতির সামনে উঠে এসেছে। তাদের লজ্জা নেই, শরম নেই। সারাদেশের কোনো লোকের মুখে কোনো হাসি নেই, কারো মুখেই হাসি দেখি না, নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট।  

‘ক্ষমতা কি ভয়ঙ্কর! মানুষকে আর মানুষ মনে হয় না। তারা এতো বড় একটা চুরি করেছে যে তা এখন সামাল দিতে পারছে না। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।