ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংসদকে কার্যকর করবে জাতীয় পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
সংসদকে কার্যকর করবে জাতীয় পার্টি

ঢাকা: জাতীয় সংসদকে কার্যকর সংসদে পরিণত করতেই জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের। 

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি ছাড়া আর কোনো দলই সংসদকে কার্যকর ভূমিকা রাখার মতো অবস্থায় নেই।

এ কারণেই জাতীয় পার্টি এবার আর সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করছে না।  

পার্টিতে কোনো বিভাজন নেই দাবি করে জাপার কো-চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এখনও জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দিক নির্দেশনাতেই চলছে। জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থায় ঐক্যবদ্ধ আছে।  

‘জাতীয় পার্টি থেকে চারজন সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হবে এবং এই তালিকা পার্টির চেয়ারম্যান চূড়ান্ত করবেন। ’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফখর-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা এমএ রাজ্জাক খান, মো. মহিবুল্লাহ, হাফিজ আহমেদ পিটু, আনোয়ার হোসেন তোতা, জিয়াউর রহমান বিপুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।