ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চারদলীয় জোট সরকার ওসমানীর নাম মুছে ফেলতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

ঢাকা:  শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বিগত চার দলীয় জোট সরকার জেনারেল এম এ জি ওসমানীর নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল।

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেনারেল ওসমানীর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকার বঙ্গবন্ধুর পাশাপাশি ওসমানীর নামও মুছে ফেলতে চেষ্টা করেছিল। পাঠ্যপুস্তক সংশোধন করে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের মর্যাদা আমরা পুনরায় প্রতিষ্ঠিত করেছি। ’

তিনি আরও বলেন, জেনারেল ওসমানী ছিলেন বড় মাপের ব্যক্তিত্ব। তার মতো মানুষ থাকার জন্যই দেশের স্বাধীনতা অর্জন সহজ হয়েছিল।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘বৃহত্তর ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিতে ওসমানীর মতো ব্যক্তির আজ বড় প্রয়োজন। ’

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, এত বড় অবদানের পরও নতুন প্রজন্মের কাছে ওসমানীকে সঠিকভাবে তুলে ধরতে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

তারা রাষ্ট্রীয়ভাবে ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনে সরকারের প্রতি আহ্বান জানান।

ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মাসুদা খাজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন ভাষা সৈনিক আব্দুল মতিন, সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।