বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, আন্দোলনের জন্য আমরা দলকে সংগঠিত করছি।
খালেদা জিয়ার মুক্তি সাংবিধানিক অধিকার উল্লেখ করে বিএনপির এ নেত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত করার জন্য প্রয়োজন হলে গণবিস্ফোরণ ঘটানো হবে।
তিনি আরও বলেন, যখনই আমরা আন্দোলনের কথা বলি তখন এ অবৈধ সরকারের মাথা খারাপ হয়ে যায়। যার কারণে সরকারের মন্ত্রীরা আবোল তাবোল কথা বলেন।
‘বিএনপি ডিজিটাল বোঝে না’ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের এমন বক্তব্যের জবাবে সেলিমা রহমান বলেন, যে ডিজিটালে শেয়ারবাজার-ব্যাংক লুটপাট হয়, যে ডিজিটালে শিশু থেকে বয়স্ক নারী ধর্ষণের শিকার হয়- খুনের শিকার হয়, যে ডিজিটালে গণতন্ত্র থাকে না, দেশের মানুষের ভোটের অধিকার থাকে না, সেই ডিজিটাল বিএনপি বুঝে না।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহম্মেদ তালুকদারের সভাপতি প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমএইচ/ওএইচ/