শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ যুব মৈত্রীর ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর হারকে পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করছেন।
যুবকদের উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ে বর্তমানে দূরাবস্থায় মানুষের পাশে দাঁড়ানো যুব সমাজের কর্তব্য। অতীতেও বন্যা, কলেরা, দুর্ভিক্ষসহ যেকোনো মহামারিতে যুব রাজনৈতিক কর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছে।
ঢাকা মহানগর যুব মৈত্রী ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে প্রচার অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকা ও বাসাবাড়িতে গিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবে। একইসঙ্গে যুব মৈত্রী বানভাসি মানুষের জন্য ত্রাণ তৎপরতা শুরু করেছে বলে বক্তারা জানান।
যুব মৈত্রীর সহ-সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল আহাদ মিমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, তাপস দাস, মিজানুর রহমান, সুমন প্রমুখ।
যুব মৈত্রীর ডেঙ্গুবিরোধী জনসচেতনতা র্যালি সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমি, জাতীয় প্রেসক্লাব হয়ে পল্টনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরকেআর/এএ