ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রোহিঙ্গারা স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
‘রোহিঙ্গারা স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে’ বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

ঢাকা: রোহিঙ্গারা অনেকদিন স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন চাই। তবে আমরা যুদ্ধ চাই না। আমি আশা করি খুব শিগগিরই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবর্তন শুরু হবে। বাংলাদেশ ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারা পৃথিবীর মধ্যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সিলেটের স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন।  

শনিবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, গণমাধ্যম সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলে তা উন্নয়নের গতি বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের অপপ্রচার ও গুজব বন্ধেও ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, মিডিয়া সঠিক তথ্য দিলে দেশ ও জনগণ উপকৃত হবে। তিনি আশা করেন, হিংসা-বিদ্বেষ কমাতে জোরালো ভূমিকা রাখবে মিডিয়া।

এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। যখন কোনো দেশ উন্নয়ন করে তাদের শত্রু সৃষ্টি হয়, নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আশা করেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।