পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সিলেটের স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন।
শনিবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, গণমাধ্যম সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলে তা উন্নয়নের গতি বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের অপপ্রচার ও গুজব বন্ধেও ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মিডিয়া সঠিক তথ্য দিলে দেশ ও জনগণ উপকৃত হবে। তিনি আশা করেন, হিংসা-বিদ্বেষ কমাতে জোরালো ভূমিকা রাখবে মিডিয়া।
এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। যখন কোনো দেশ উন্নয়ন করে তাদের শত্রু সৃষ্টি হয়, নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আশা করেন।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
টিআর/জেডএস