রোববার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক এম নুরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ০৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর তোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পর রোববার বিকেলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন সিজার। এসময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআরএস