সোমবার (২৯ জুলাই) সকাল থেকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় চলছে মুক্তিযোদ্ধা-জনতার প্রতিবাদ সমাবেশ। সকাল থেকে ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে কোনো বাস, সিএনজি, অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি।
এদিকে সকাল থেকে ছোট যানবাহন না চলার কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এর আগে, গত বুধবার (২৪ জুলাই) সন্ধায় ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা-জনতার আয়োজনে পুরাতন মোটর স্ট্যান্ডের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার পরিকল্পনাকারী ও খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস এ হরতালের ডাক দিয়েছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি পাকশীর রূপপুর বিবিসি বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিম। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআরএস