ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কৃষিঋণ মওকুফের দাবিতে কৃষকদলের কর্মসূচি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
কৃষিঋণ মওকুফের দাবিতে কৃষকদলের কর্মসূচি  কৃষকদলের লোগো

ঢাকা: সারাদেশে বন্যাকবলিত জেলাগুলোর কৃষকদের কৃষিঋণ মওকুফের দাবিতে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষকদল দু’দিনের কর্মসূচি হাতে নিয়েছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (৫ আগস্ট) বন্যাকবলিত জেলাগুলোর কৃষি ব্যাংকের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় কৃষি ব্যাংকের সদর দফতর ও রাজশাহীতে রাজশাহী কৃষি ব্যাংকের (রাকব) সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

 

মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি সফল করতে কৃষকদলের সব নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ সাদী পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএইচ/এএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।