ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তি দাবিতে মহিলা দলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
খালেদার মুক্তি দাবিতে মহিলা দলের বিক্ষোভ মহিলা দলের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।  

শুক্রবার (০২ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডেঙ্গুর বিস্তারে দেশবাসী ভয়ে শঙ্কিত।

তবু, এ মহামারী মোকাবিলায় সরকারের মাথাব্যথা নেই।

তিনি বলেন, দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ ও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সব কিছুকেই সরকারের মন্ত্রী-নেতারা গুজব বলছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে গুজব ছড়ানোর কারখানা বলা হচ্ছে। আমরা এমন এক সরকারের অধীনে বসবাস করছি, যাদের মানবিকতা নেই, জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা ও দায়িত্ববোধ নেই, আছে শুধু চোখ রাঙানি ও অবৈধ ক্ষমতার দাপট।

রিজভী বলেন, জোর করে যারা ক্ষমতা দখল করে, তাদের কাছে জনস্বার্থের কী মূল্য আছে! অপশাসন চালাতে নিজেদের অপকর্ম বিএনপিসহ বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে মনে করছে, কেউ কিছু টের পাচ্ছে না। কিন্তু, সব অপকর্মের জবাব নিতে জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না।

বিএনপি নেতা বলেন, ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার শুধু ব্যর্থই নয়, এদের আমলে বছর বছর মশাবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবার সবসময়ের চেয়ে বেশি।

তিনি বলেন, শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতিই মুখ্য। তার ব্যক্তিগত আক্রোশের শিকার খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরিণতি শুভ হবে না।

বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক সভাপতি নুরী আরা সাফাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।