ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দুই মেয়র-স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
‘দুই মেয়র-স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই’

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ কিনতে যদি প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদে থাকার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডেঙ্গুসহ বিভিন্ন বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

মান্না বলেন, দেশকে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে ফেলে স্বাস্থ্যমন্ত্রীর পারিবারিক সফরে দেশের বাইরে যাওয়া দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের কারণে দেশ আজ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। এটা এরই মধ্যে মহামারির পর্যায়ে পৌছেছে। আমরা দেখলাম ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আর দুই মেয়র বাগাড়ম্বর করেছেন, বিরোধী দলকে দোষারোপ করছেন। অথচ হাইকোর্ট গত ফেব্রুয়ারিতে দুই সিটি কর্পোরেশনকে সতর্ক করেছিল, এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন তারা তাদের পদে থাকার নৈতিক অধিকার জারিয়েছেন।

মান্না বলেন, মশা মারার ওষুধ আমদানি না করতে পারলেও এ নিয়ে নাটক থেমে নেই। বর্তমান ওষুধ কার্যকর না হলেও পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য একই ওষুধ কেনা হয়েছে। কার্যকর নতুন ওষুধ কেনার জন্য বরাবরের মতো প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হয়েছে। মহামারির মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার অপক্ষায় থাকতে হলে মন্ত্রী-মেয়রের কাজ কী।

তিনি বলেন, এখনো ডেঙ্গু মৌসুমের তিন মাস বাকি রয়েছে, সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারের জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে সেটার ফল কী হতে পারে তা পশ্চিমবঙ্গ দেখিয়েছে। আর মানুষের প্রতি ন্যূনতম দায়বদ্ধতাও না থাকলে কী হয় তার প্রমাণ বাংলাদেশ।

ডেঙ্গুজনিত দুর্যোগ মোকাবেলায় নাগরিক ঐক্যের পক্ষ থেকে দু’টি দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দাবি দু’টি হলো- প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প স্থাপন ও প্রতিদিন মশা মারার কার্যকর ওষুধ ছিটানোর ব্যবস্থা করা এবং প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় পরীক্ষা-চিকিৎসা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘন্টা, আগস্ট ০২, ২০১৯ 
ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।