শুক্রবার (২ আগস্ট) দুপুরে মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে এ কর্মসূচি পালিত হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন।
এসময় তালুকদার আব্দুল খালেক বলেন, সরকারের দ্রুত পদক্ষেপের কারণে ইতোমধ্যে ডেঙ্গু সমস্যা নিয়ন্ত্রণে এসেছে। খুলনা সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এস এম কামাল হোসেন বলেন, ডেঙ্গু সমস্যা সম্পর্কে সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে, ডোবা-নালা পরিস্কার রাখতে হবে। বর্ষার সময়ে ডেঙ্গুর প্রকোপ বেশি হয়। সবাই সতর্ক হলে ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, এমডিএ বাবুল রানা, শিল্পপতি গালিব কাপাডিয়া, কামরুজ্জামান জামাল, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমআরএম/একে