বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর তার অ্যাকাউন্ট হ্যাকড হয় বলে প্রতিমন্ত্রীর এপিএস আনম আহমেদুল বাশার শুক্রবার (২ আগস্ট)বাংলানিউজকে জানান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে দেশের বাইরে রয়েছে।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গত ৩০ জুলাই এ পোস্টটি দেন। এটি ছিল তার ফেসবুকে সবশেষ পোস্ট। ওই পোস্টে তিনি একটি রিট পিটিশন সিগনেচারের অপশন শেয়ার করেন। এর কয়েক ঘণ্টা পর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায়।
বিষয়টি ইতোমধ্যে বিটিআরসিকে জানানো হয়েছে বলে আহমেদুল বাশার আরও জানান।
তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে সানজানা গুপ্তা নামে একটি নারীর ছবি দেখা যাচ্ছে। নৌপ্রতিমন্ত্রী তার হ্যাকড ফেসবুক আইডি থেকে লেখা যেকোনো স্ট্যাটাস এবং মেসেজের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বলেও বাশার জানান।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসকে/এএ