ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার: শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার: শামীম বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ছবি: বাংলানিউজ

ফেনী: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী নদীর ভাঙন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ নির্মাণে ৮০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান পানিসম্পদ উপমন্ত্রী।

একই সঙ্গে কম সময়ের মধ্যে এ বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ফুলগাজী ও পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত থেমে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। ফলে এ অঞ্চলের গবাদি পশু, ফসলি জমি, মৎস্য ঘের, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন এ অঞ্চলের ২ লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।