ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গুর ভয়ে ‘আতঙ্কিত’ মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গুর ভয়ে ‘আতঙ্কিত’ মির্জা ফখরুল স্মরণসভায় অতিথিরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীসহ দেশজুড়ে ডেঙ্গু রোগের বিস্তার নিয়ে ‘আতঙ্কে’র মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক এমপি ও বিএনপি নেতা কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ আতঙ্কের কথা জানান। কেএম হেমায়েত উল্লাহ আওরঙ্গ স্মৃতি সংসদ এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, এখন সবচেয়ে ভয়াবহ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা বাঁচবো কি বাঁচবো না। ডেঙ্গু আক্রান্ত হবো কি হবো না। আমাদের সাহেবরা যারা আমাদের মাথার ওপর ছুরি দিয়ে দেশ চালাচ্ছেন, তারা তো বলেন, সব কিছু ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে।

তিনি বলেন, জুন মাসে প্রথম যখন অর্থমন্ত্রী আক্রান্ত হলেন, তখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ জন। আজকে পত্রিকায় আসছে সরকারি হিসেব অনুযায়ী ১৫ হাজার ৭’শ ৬০ জন। এ জুন, জুলাই, আগস্ট তিনমাস নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব। তিনি কিছু জানেন না। কয়জন মারা গেছে তাও বলতে পারেন না।

‘আমাদের মেয়র যারা… নির্বাচিত হয়েছেন। আমরা জানি তারা কীভাবে নির্বাচিত হয়েছেন। ভোট দিতে কেউ যায়নি। তারা বললেন, এটা গুজব। অনেকে বলেছেন এটা গুজব। এখনো তারা যেসমস্ত কথাবার্তা বলছেন, তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে, এদের কোনো দায়িত্বশীলতা নেই। ’

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ ভাবছে তারা চিরদিন ক্ষমতায় থেকে যাবে। পারবে না, কারণ খালেদা জিয়ার শক্তি অন্য জায়গায়। দেশনেত্রীর শক্তি, এ দেশের সাধারণ মানুষ তাকে ভালোবাসে। উনি বের হবেন এবং এ দেশের মানুষ তাকে বের করবে। সংগ্রামের মধ্য দিয়েই বের করবে। সুতরাং হতাশ হবেন না। আমরা বারবার সংকটে পড়েছি, বিপদে পড়েছি। আবার ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।