ঢামেক হাসপাতালে রাশেদ খান মেননসহ অন্যান্যরা, ছবি: বাংলানিউজ
ঢাকা: ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।
সোমবার (০৫ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এরআগে ডেঙ্গু আক্রান্তদের দেখতে ঢামেক হাসপাতাল পরিদর্শনে যান রাশেদ খান মেনন।
এসময় তার সঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাশেদ খান মেনন তিনি রোগী ও তাদের অভিভাবকদের বলেন, ডেঙ্গুর ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সবার দায়িত্বশীলভাবেই এখন ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে আসতে হবে। তিনি সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরকেআর/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।