ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নগর ভবনের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
নগর ভবনের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ বিক্ষোভ-সমাবেশ, ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবিতে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলিস্থানে নগর ভবনের সামনে এ বিক্ষোভ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। দুুপুরে জোটের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জোট নেতারা ডেঙ্গু মহামারি দমনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের পদত্যাগ দাবি করেন। সেইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেঙ্গু নিধনে কার্যকর ওষুধ আমদানি করার দাবিও করা হয়।

কথার বাগাড়ম্বর বন্ধ কর এডিস মশা নির্মূলের কথা উল্লেখ করে নেতারা বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে জনগণক রক্ষায় ৪৮ ঘণ্টার মধ্য কার্যকর ওষুধ আমদানিতে স্থানীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেয়রদের বিশেষ উদ্যোগ নেওয়া আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু মহামারি মোকাবিলায় অবিলম্বে জরুরি  অবস্থা ঘোষণার দাবি করেন।

নেতারা আরও বলেন, ‘পূর্ব সতর্কতা থাকা সত্ত্বেও স্থানীয় সরকার, সিটি কপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এডিস মশা নির্মূল ও ডেঙ্গুর আক্রমণ থেকে জনগণকে রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নেয়নি’।  

এসময় সমাবেশে বক্তব্য রাখন- সাইফুল হক, সাজ্জাদ জহির চন্দন, হামিদুল হক, আকম জহিরুল ইসলাম, মনিরউদ্দিন পাপ্পু, মমিনুর রহমান মমিন। এছাড়া বাম জোটের নেতা মোহাম্মদ শাহ আলম, বজলুর রশীদ ফিরাজ, মানস নদী উপস্থিত ছিলেন।  

সমাবেশ পরিচালনা করেন বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগর শাখার সমন্বয়ক কমরেড খালেকুজ্জামান লিপন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।