মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘বন্যা কবলিত কৃষকদের ঋণ ও সুদ মওকুফে’র দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ যারা চালায়- আমরা যাদের ঘাড়ের ওপরে বসে আছি।
তিনি বলেন, কিছুদিন আগে শেয়ার বাজার থেকে ২৭ হাজার কোটি টাকা নাই হয়ে গেল একটা মামলা হয় নাই। আর আমার অবহেলিত কৃষকেরা, যারা বন্যাকবলিত, যাদের বসতভিটা পর্যন্ত নাই। যে গরু দিয়ে হাল চাষ করা হয় সেই গরুর সঙ্গে রাস্তাতেই থাকতে হচ্ছে তাদের।
‘এই অসহায় কৃষকদের শুধুমাত্র দুই হাজার, তিন হাজার টাকার জন্য মামলা দেওয়া হচ্ছে। বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অনতিবিলম্বে কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করার দাবি করছি। ’
সরকারের প্রতি বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, বিশ্ববাসী দেখলো-২৭ হাজার কোটি টাকার কোনো মামলা হয় না, গ্রেফতার হয় না। অথচ দুই কোটি টাকা, যা এখন বেড়ে ৮ কোটি টাকা হয়েছে। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে জেলে আটকে রাখা হয়েছে।
‘আল্লাহ দেখছে, বিচার সুষ্ঠু করেন। আর তা না হলে আল্লাহর বিচার বড় কঠিন বিচার। সেই বিচার যদি নেমে আসে তাহলে মানুষ দেখতে পাবে ভয়ঙ্কর পরিণতি। ’
মানববন্ধন শেষে কৃষক দলের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে স্মারকলিপি দিতে যান দলটির নেতারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এস কে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নাসির হায়দার, নাসির উদ্দিন হাজারী, মাইনুল ইসলাম, খলিলুর রহমান ইব্রাহিম, মোহাম্মদ আলীম হোসেন, মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএইচ/এমএ