মঙ্গলবার (২৭ আগস্ট) বাছাই কমিটির প্রধান ফজলুল হক মিলন স্বাক্ষরিত খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী সভাপতি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই পদে মোট ৭৬টি ফরম জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৭ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। প্রার্থীদের আপত্তি গ্রহণ করা হবে ২৮ আগস্ট (বুধবার)। ২৯ ও ৩০ আগস্ট আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট (শনিবার)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর (সোমবার)। প্রার্থীদের প্রচারণা ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত। আগামী ১৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে। ওইদিন সারাদেশ থেকে আসা ৫৮০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তাদের ভোট দেবেন।
সভাপতি পদে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবন, মো. মামুন খান, আশরাফুল আলম ফকির, মো. ফজলুর রহমান খোকন, মো. আব্দুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. সুরুজ মণ্ডল, মো. শামীম হোসেন, সুলায়মান হোসাইন, মো. ইলিয়াস, এসএম সাজিদ হাসান বাবু ও এবিএম মাহমুদ আলম সরদার।
সভাপতি পদে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- আল মেহেদি তালুকদার, মো. আসাদুল আলম টিটু, এম আরজ আলী শান্ত, মাইনুল ইসলাম, মুহাম্মদ ফজলুল হক নিরব, আরাফাত বিল্লাহ খান, এসএম আল আমিন, মো. জুয়েল মৃধা, আবদুল হান্নান, আজিম উদ্দিন মেরাজ, এসএএম আমিরুল ইসলাম, ও আল আমিন কাউছার।
সাধারণ সম্পাদক পদে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- মো. জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারীমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম, মো. আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো. মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল চৌধুরী, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহনেওয়াজ, মো. মহিনউদ্দীন রাজু, মুন্সি আনিসুর রহমান, ইকবাল হাসান শ্যামল, মো. জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মো. হাসান (তানজিল হাসান), মিজানুর রহমান শরীফ, রাশেদ ইকবাল খান, আরিফুল হক, রিয়াদ মোহাম্মদ ইকবাল হোসাইন, মো. আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, আবদুল মোমেন মিয়া, মো. রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মো. আবুল বাশার, মো. আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজাহারুল ইসলাম ও এএএম ইয়াহ ইয়া।
সাধারণ সম্পাদক পদে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- সিরাজুল ইসলাম, আবদুল মান্নান, নাদিয়া পাঠান পাপন, এবিএম বাকির জুয়েল, মো. ওমর ফারুক, ইমদাদুল হক মজুমদার, কেএম সাখাওয়াত হোসেন, মো. জুলহাস উদ্দিন, মো. মিজানুর রহমান, সাদিকুর রহমান সাদিক, মো. জামিল হোসেন, শেখ আবু তাহের, মো. তবিবুর রহমান সাগর, মাহমুদুল আলম শাহিন, মো. জোবায়ের আল মাহমুদ রিজভী, মো. জহিরুল ইসলাম (দিপু পাটোয়ারি), আনিসুর রহমান সুমন, এমএম বাবুল আক্তার শান্ত।
দু’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন- সাজ্জাদ হোসেন রুবেল ও মো. নাইম হাসান।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএইচ/জেডএস