বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় নির্মানাধীন ট্রমা হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।
এ সময় স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মাহবুবা আক্তার, উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
পরে তিনি কাজিপুরের বেড়িপোটলে নির্মিত আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল প্রকল্প পরিদর্শন করেন। রাতে গান্ধাইলে যুবলীগের সহসভাপতি সদ্য প্রয়াত উজ্জলের বাসায় যান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ