ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
রাজাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও তার বাবা তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

ঝালকাঠির কলেজ এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান ভুক্তভোগী ৩৬ পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও তার বাবা তোফাজ্জেল হোসেন এবং তাদের বাহিনীর কর্মকাণ্ডে ভুক্তভোগীরা অতিষ্ট।



তিনি বলেন, মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ভুক্তভোগী অনেকের জমি দখল করে নিয়েছেন এবং অনেকের জমি নেওয়ার পায়তারা চালাচ্ছেন। এছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে মালিকানা দাবি করে মোটা অঙ্কের চাঁদা চাওয়া হয়। টাকা না দিলে লোকজন নিয়ে জমি দখল করেন তারা। ওই জমি আবার অন্যদের কাছে বিক্রি করে লাখ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। আর এসব কাজে বাধা দিলে মারধরও করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এদের বিরুদ্ধে মামলাও রয়েছে। কিছুদিন আগে উপজেলা ছাত্রলীগ সভাপতি রুবেল জোর করে অন্যের জমি দখল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছেন।  

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঝালকাঠি কলেজ এলাকার আব্দুল খালেক অভিযোগ করেন, তার কাছে বিভিন্ন সময় হুমকি ও চাঁদা দাবি করে আসছে রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও তার বাবা তোফাজ্জেল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করতে ভয় হয়।

ঝালকাঠির বাইপাস এলাকার ভুক্তভোগী সিরাজ তালুকদার অভিযোগ করেন, তার কাছ থেকে জমির ভুয়া দলিলের ফটোকপি দিয়ে টাকা নিয়ে এখন নানাভাবে হুমকি দিচ্ছেন রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল।  

এসব বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। তাই অবিলম্বে জমি উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।  

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল এসব অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, জমির দলিল ভুয়া না সঠিক তা আদালতে প্রমাণ হবে। কয়েকটি জমি নিয়ে আদালতে মামলা চলমান। তার দাবি এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, একটি মহল তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে চক্রান্ত ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ সম্মানহানি করছে।

বাংলা‌দেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।