ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেলিম ভূঁইয়ার জামিন বাতিলে ফখরুলের ক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সেলিম ভূঁইয়ার জামিন বাতিলে ফখরুলের ক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

ঢাকা: বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো সরকারি নির্যাতনের আরেকটি চিত্র। বিএনপিকে নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবেই তাকে কারাগারে পাঠানো হলো।

তিনি বলেন, বিএনপিসহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে কারান্তরীণ করছে শাসকগোষ্ঠী। জোর করে ক্ষমতা ধরে রাখতে চায় তারা। জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে এর উপযুক্ত জবাব দিয়ে দেবে।  

এসময় সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।