ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ঐক্য ন্যাপের বিভাগীয় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
বরিশালে ঐক্য ন্যাপের বিভাগীয় সমাবেশ

বরিশাল: বরিশালে ঐক্য ন্যাপের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবনে (বার লাইব্রেরি) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ভারতের সঙ্গে সম্প্রতি সম্পাদিত সমঝোতা স্মারক নিয়ে বাংলাদেশের রাজনীতির প্রাঙ্গণে মতের অমিল ও ভিন্নতা সঙ্গত এবং স্বাভাবিক। এই সমঝোতা স্মারক নিয়ে জাতীয় বিতর্ক আবশ্যক।

তিনি বলেন, ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি নিয়ে ভিন্নমত উপস্থাপনের কারণে বুয়েটের মেধাবী ছাত্র হত্যার ঘটনা দানব হয়ে জাতীয় কলঙ্ক হয়ে উঠেছে। এসময় তিনি ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রীয় ব্যর্থতা, গণতন্ত্রের সংকোচন এবং এর কারণে দিনে দিনে দানব পয়দা ও দুর্নীতি-লুটপাটের ধারা সৃষ্টি হয়েছে। সুশাসন ও জবাবদিহিতা কর্পূরের মতোই উড়ে যাচ্ছে।

বরিশাল জেলা ঐক্য ন্যাপ সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা সাধারণ সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, জেলা সহ-সভাপতি নুরুল আমীন খান, অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, ড. ফরিদ উদ্দিন । এসময় সিপিবি, ওয়াকার্স পার্টি ও গণফোরামের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।